ভিডিও বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৩:১৮ দুপুর

যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানি বিক্ষোভকারীর

যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানি বিক্ষোভকারীর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির বুধবার যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর দ্রুত বিচার, দোষী সাব্যস্ত ও সাজা ঘোষণার মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

এরফান সোলতানিকে তেহরানের উত্তর-পশ্চিম উপকণ্ঠের শহর কারাজ থেকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে চলমান বিক্ষোভ যখন চরমে, ঠিক সেই সময় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগমুহূর্তে তাকে আটক করা হয়। গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া হাজারো বিক্ষোভকারীর একজন তিনি।

আরও পড়ুন

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার ঘটনাটি বিশেষভাবে তুলে ধরেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানি কর্তৃপক্ষ ভিন্নমত দমন ও প্রতিবাদ নিরুৎসাহিত করতে আবারও দ্রুত বিচার ও খামখেয়ালি মৃত্যুদণ্ডের পথ বেছে নিতে পারে—এ নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। অ্যামনেস্টির সংগৃহীত তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারি একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ইরানি কর্মকর্তারা এরফান সোলতানির পরিবারকে জানিয়েছেন যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ৮ জানুয়ারি গণবিক্ষোভ ও সরকারের ইন্টারনেট বন্ধের মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোলতানির বিরুদ্ধে সঠিক অভিযোগ তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। সূত্র : দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে ইরানি বিক্ষোভকারীর

বিজিবিতে নিয়োগ পেয়ে আলোচিত ফেলানীর ভাই

আমরা ইরানের বিষয়ে মার্কিন অবস্থানকে সমর্থন করি : জেলেনস্কি

ভেবেছিলাম বিশ্বকাপ ট্রফি খুব ছোট, এখন দেখি এটা অনেক বড় : জামাল ভূঁইয়া

ইরানে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি ডেকে আনবে : রাশিয়া 

চ্যাম্পিয়নস লিগ জিতে ২ হাজার কোটির বেশি ঘরে তুললো পিএসজি