বগুড়ার দুপচাঁচিয়ায় মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে গ্রেফতার ১
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় জমির মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধির অভিযোগে থানায় মামলা হয়েছে। এই মামলায় পুলিশ অভিযুক্ত শামছুল হককে (৫৮) গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার।
থানা ও এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল সোমবার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলামের কাছে এক ব্যক্তি অপর ব্যক্তি শামছুল হকের মিউটেশন শুনানি চলছিল। এসময় উপস্থাপিত মূল দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বৃদ্ধি করার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নজরে আসে। তিনি তাৎক্ষণিক অপর ব্যক্তি উপজেলা সদরের কামারগ্রামের মৃত আব্দুল আলীর ছেলে শামছুল হককে (৫৮) আটক করে থানায় সোপর্দ করেন।
আরও পড়ুনএ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আলিপ চন্দ্র দত্ত বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে ওই দিন রাতেই থানায় মামলা করেন। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শামছুল হককে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন







