কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে জনসাধারণের নিরাপদ চলাচল ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ৩ টি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় রৌমারী উপজেলার থানা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।
অভিযানে সড়কের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং সড়ক পরিবহন আইনে ৩ টি মামলায় ৩ জনকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে উপস্থিত ছিলেন রৌমারী থানা পুলিশ।
আরও পড়ুনঅভিযানে তিনি আরও বলেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন








_medium_1768314764.jpg)