ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৮:০৩ রাত

আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির

আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এই ভিডিও কনফারেন্সে দুই সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল , সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আলোচনার সময় বিসিবি ভারত সফরে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের ভারত সফর ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে আইসিসির কাছে অনুরোধ জানানো হয়, বাংলাদেশ দলের ম্যাচগুলো যেন ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

আরও পড়ুন

 

এর জবাবে আইসিসি জানায়, টুর্নামেন্টের পূর্ণ সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। তবে বৈঠকে বিসিবি স্পষ্ট করে দেয়, এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

দুই পক্ষই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে এবং সম্ভাব্য সমাধান খোঁজার চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির

সিরাজগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২১ হাজার প্রবাসী

নির্বাচনে জয়ী হতে হলে অবশ্যই হ্যাঁ এর পক্ষে থাকতে হবে: গণভোট নিয়ে নাহিদ ইসলাম

দিনাজপুরের বিরলে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

গণভোটের পক্ষে প্রচারণা গাড়ি উদ্বোধন এনসিপির

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম