ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৩ বিকাল

নতুন গান নিয়ে পরিকল্পনা কাজী সোমার

সঙ্গীতশিল্পী কাজী সোমা

অভি মঈনুদ্দীন ঃ একমাত্র ছেলে স্বপ্নের মুত্যুর পর যেন সঙ্গীতশিল্পী কাজী সোমার সব স্বপ্নই যেন শেষ হয়ে যায়। মৃত্যুর কয়েক বছর পার হয়েগেলেও এখনো স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু তারপরও জীবনতো যাপন করতে হয়। চেষ্টা করছেন প্রতিনিয়ত স্বাভাবিক হয়ে উঠার। যেহেতু গানই তার পেশা, তাই সবার কথা শুনে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশায় এরইমধ্যে গানে নিয়মিত হয়ে উঠারও চেষ্টা করছেন কাজী সোমা। তার কন্ঠে প্রকাশিত বেশ কয়েকটি মৌলিক গানও শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো। স্বপ্ন বেঁচে থাকালীন সময়ে কাজী সোমার স্বপ্ন ছিলো বেশকিছু নতুন মৌলিক গান করার। কিন্তু স্বপ্ন মওে যাওয়ায় এতোটাই ভেঙ্গে পড়েছিলেন তিনি যে স্বাভাবিক জীবনে তার ফিরে আসা অনেক কঠিন হয়ে পড়েছিলো। তারপরও কাজী সোমা এখন তার পেশাগত কাজ টুকটাক করার চেষ্টা করছেন।পরিকল্পনা করছেন নতুন মৌলিক গানের।

এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিন নিয়ে তেমন কোনো পরিকল্পনা না থাকলেও তার কিছু শুভাকাঙ্খী রয়েছেন। তারা হয়তো কাজী সোমার আজকের দিনটি বিশেষায়িত করেও তুলতে পারেন।

কাজী সোমা বলেন,‘ জন্মদিন নিয়ে বিশেষ কোনোই পরিকল্পনা নেই। আমার বাবাটাতো আমাকে একা করে চলেগেলো। কীভাবে ভুলবো তারে। প্রতিদিন প্রতি মুহুর্তেই তাকে মনে পড়ে। চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। কিন্তু খুব কষ্ট। জন্মদিনে সবার দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন। আর এই বছর নিজের নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছি। দেখা যাব সব মিলিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কয়েকটি মৌলিক গান প্রকাশ করার ইচ্ছে আছে।’

আরও পড়ুন

কাজী সোমার কন্ঠে সর্বশেষ প্রকাশিত আলোচিত মৌলিক গান ছিলো ‘বাবুয়া বাবুয়া’। এটি সাউণ্ডটেক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন ও সুর সঙ্গীত করেছেন অনিক সাহান। গানটির মিউজিক ভিডিওর কোরিওগাফি করেছিলেন হাবিব রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন গান নিয়ে পরিকল্পনা কাজী সোমার

‘চাবিওয়ালা’র পর আলোচনায় বৃষ্টি-বাসার

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

১৪ জানুয়ারি গান দিয়ে শুরু

ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে