ভিডিও মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল

ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে

আহত হুজাইফা আফনান

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফনান। 
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 
 
চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, তাকে ঢাকায় নিতে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। 
 
এর আগে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছিল। হুজাইফার শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। মঙ্গলবার মেডিকেল বোর্ডের বৈঠক ছিল। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত হয়। 
উল্লেখ্য, গত রোববার সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয় হুজাইফা। সে কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আনা হচ্ছে আরাকান আর্মির গুলিতে আহত হুজাইফাকে

অগ্রগতি, আস্থা ও সাফল্যের এক নতুন অধ্যায়:  ২০২৫ সালে পূবালী ব্যাংক পিএলসি’র গৌরবময় অর্জন

রানার গ্রুপে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

শিবির ও ইনসাফের উদ্যোগে ঢাবির জিয়া হলে গরম পানির গিজার স্থাপন

সারা দেশে ৬২ হাজারের বেশি শীতবস্ত্র বিতরণ করল ব্র্যাক ব্যাংক

অফিসে ঘুম পেলে কী করবেন