কুড়িগ্রামে খাদ্য গুদামে দুদকের অভিযান, গোডাউন সিলগালা
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরণের গরমিল পেয়েছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। জানা যায়, আজ রোববার ১১ জানুয়ারি) শহরের নতুন রেলস্টেশন এলাকায় দিনভর অভিযান চালিয়ে জেলা খাদ্যগুদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান এবং ৩৫ মেট্রিক টন চাল ঘাটতির অভিযোগ পায় দুদক কর্মকর্তারা।
এছাড়াও সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের ছয়টি গোডাউন তল্লাশি করে দেখছে দুদকের এ টিম। তাদের ধারণা এ গোডাউনেও খাদ্যশস্য ঘাটতি রয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাবদারুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাউন সিলগালা করা হয়েছে।
আরও পড়ুনঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদুত্তর দিতে পারেনি। আমরা পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেবো। খাদ্য ঘাটতির পাশাপাশি গুদামে খাবার অনুপোযোগী চালও পাওয়া গেছে বলে জানান তিনি।
মন্তব্য করুন


_medium_1768143177.jpg)




