ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ দুপুর

কূটনীতিকে অগ্রাধিকার

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিকভাবে মার্কিন আগ্রাসনের মোকাবিলা করার অঙ্গীকার করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এক বিবৃতিতে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্র নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশেটির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে কারাকাস। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নিকোলাস মাদুরোকে তুলে নেয়ার ঘটনা নিয়ে ব্রাজিল, কলম্বিয়া ও স্পেনের নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন রদ্রিগেজ। তিনি বলেন, ‘আমি পুনর্ব্যক্ত করেছি যে ভেনেজুয়েলা কূটনৈতিক উপায়ে এই আগ্রাসনের মুখোমুখি হবে।’এরআগে ভেনেজুয়েলা গত বৃহস্পতিবার ‘বিপুলসংখ্যক’ রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়, যার মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা প্রশমন এবং নতুন রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষত মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির নতুন নেতৃত্ব মার্কিন চাপ কমাতে এই পদক্ষেপ নিয়েছে।ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে প্রথমবারের মতো এত বড়সংখ্যক রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এবং এই উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও পেয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই পদক্ষেপে সন্তুষ্ট এবং যতক্ষণ রদ্রিগেজ ওয়াশিংটনকে তেলের ওপর প্রবেশাধিকার দেবে, ততক্ষণ পর্যন্ত তাকে দেশ শাসন করার সুযোগ দেয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আগ্রাসন মোকাবিলার অঙ্গীকার ভেনেজুয়েলার

ভোলার লালমোহনে বিএনপি-বিডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত ৫০

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নিয়েছেন সাংবাদিকরা 

উৎসবমুখর আন্তর্জাতিক বাণিজ্য মেলা

‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির