ভিডিও শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৬, ১১:১০ দুপুর

‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’

‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে উঠেছে বিক্ষোভের ঝড়। ভারতে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলবে কি না তা নিয়ে প্রবল সংশয় দেখা গেছে। দেশের সরকারের সঙ্গে সায় দিয়ে ভারতে দল না পাঠানোর ব্যাপারে কঠোর অবস্থানে বিসিবি। এই ইস্যুতে এখন সরগরম দেশের ক্রিকেট। খেলোয়াড় কে কী ভাবছেন, তা নিয়ে কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। তবে এসব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই শেখ মেহেদীর মনে। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক এই বিষয়টি ছেড়ে দিয়েছেন কর্তৃপক্ষের ওপর।বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে মেহেদী বলেন, ‘না আমার মনে হয় না এটা নিয়ে কেউ আতঙ্কে আছে। যত বড় সমস্যা থাকুক এটা বাদ দিয়েই সবাই খেলতে আসে। ব্যাটারদের একেকজনের একেক ধরনের প্রস্তুতি। তারা হয়তো খুঁজে বের করছে কী করলে তাদের জন্য ভালো। বিশ্বকাপে পারফর্ম করা, ফর্মে থাকা জরুরি। আশা করি তারা সঠিক সময়ে ভালো করবে।’

বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটা নিয়ে তিনি বলেন, ‘অনিশ্চয়তার বিষয়টা ম্যানেজমেন্টের, অফিশিয়ালদের। এতে প্লেয়ারদের কোনো হাত নেই। প্লেয়ারদের কাজ খেলা, সেটা আপনি যদি মঙ্গল গ্রহেও খেলতে পাঠান প্লেয়াররা অবশ্যই খেলতে যাবে। এটা নিয়ে আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের মধ্যে সন্দেহ আছে।’ 

নাটকে ভরা এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে শেষ বলে গিয়ে ২ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে টেবিলের শীর্ষস্থানটা আরও শক্ত হলো তাদের।  ২ উইকেটে জিতে চট্টগ্রামের অধিনায়ক বলেন, ‘আমাদের পুরো প্ল্যানিং ছিল, হাসান নওয়াজ শেষ ওভার পর্যন্ত গেলে সে শেষ করে আসতে পারবে। পুরো ম্যাচটাকেই বানিয়ে নিয়েছে। তার এমন ইনিংস খুব কমই দেখেছি। আজকে অনেক সেন্সিবল ইনিংস ছিল। দিনশেষে জিতেছি এটাই আলহামদুলিল্লাহ। সবাই পুরো ফ্রি আছি।’পরে নিজের অধিনায়কত্ব করা নিয়ে মেহেদী জানান, ‘দল যেমন ছিল আমারই অধিনায়কত্ব করতে হতো। শুরুতে অনেক কঠিন ছিল। টিম কম্বিনেশন বন্ডিং রেডি করতে করতে, সময় লেগেছে। এমন কম্বিনেশন দরকার শেষ পর্যন্ত।’

আরও পড়ুন

দলের মিডল অর্ডারে ব্যাটারদের নিয়ে তিনি বললেন, ‘দেখেন যত ম্যাচ খেলেছি সবগুলায় টপ অর্ডার পারফর্ম করেছে। মিডল অর্ডার কিন্তু অত সুযোগ পাচ্ছিল না। সাদমান (ইসলাম) অনেক দিন পর বিপিএল খেলতে এসেছে, ওর জন্য কঠিন ছিল। ব্যাটার হিসেবে অনেক দিন ব্যাট না করলে (মানিয়ে নেওয়া) কঠিন হবে। একটু প্যানিক তৈরি হয়। সবাই সব দিন ভালো করবে না। মিডল অর্ডারের মধ্যে হাসান নওয়াজ কিন্তু দুর্দান্ত করেছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মঙ্গল গ্রহে খেলতে পাঠালেও খেলোয়াড়রা যাবে’

দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির

ইসিতে চলছে আপিলের শুনানি  

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ সম্পন্ন 

মুছাব্বির হত্যা মামলায় মূল শুটার জিনাতসহ ৩ জন গ্রেপ্তার

আগামীর যোগাযোগ ব্যবস্থা ইলেকট্রিক ভেহিকেল