শীতার্ত মানুষের পাশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ছোট্ট স্বপ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট স্বপ্ন এক যুগেরও বেশি সময় ধরে নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৫ ও ৬ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের আয়োজনে, ছোট্ট স্বপ্নের ব্যবস্থাপনা ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)-এর তত্ত্বাবধানে রাজশাহী শহর ও তার আশপাশের এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাজশাহীর খড়খড়ি, পান্থাপাড়া, মতিয়াবিল, কাশিয়াডাঙ্গা, উত্তর বালিয়া ও দক্ষিণ বালিয়া, টালিপাড়া আদিবাসী গ্রাম, আলীর মোড়, ভদ্রা লেকপাড় বস্তি, তালাইমারি ফুলতলা, বাজে কাজলা বস্তি, শিরোইল বস্তি, হেতেম খাঁ হরিজন পল্লি, জিয়া পার্ক ও ডাশমারি গ্রাম, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পরিবহন কর্মীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্ন সংগঠনের সদস্য সচিব এবং আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষক মো. রায়হানুজ্জামান সোহান, মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জামিল হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গাজী রওশন হাবিব আনিকা, প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম, ছোট্ট স্বপ্ন-এর সভাপতি মো. আব্দুল আজিম শেখ ও সাধারণ সম্পাদক মো. রকি আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
মন্তব্য করুন









_medium_1767960510.jpg)