শীতে কষ্ট পাওয়া ঢাবির আবাসিক হলের বিড়ালদের শেল্টার বক্সের ব্যবস্থা ডাকসুর
ঢাবি প্রতিনিধি: শীতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলে কষ্ট পাওয়া বিড়ালদের জন্য উষ্ণতার জায়গা করতে উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর অংশ হিসেবে ক্যাম্পাসে পশু উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফরম 'কেয়ার ডিইউ'র সহযোগিতায় আবাসিক হলে হলে শেল্টার বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডাকসু ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ সময় আবাসিক হলে হলে শেল্টার বক্স হস্তানান্তর করা হয়। অনুষ্ঠানে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির ও বেলাল হোসাইন অপু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনএ বিষয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে কুকুর-বিড়াল-পাখিসহ বসবাসকারী সকল প্রাণীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য প্রচণ্ড শীতে বিড়ালরা যাতে কষ্ট না পায় সেজন্য ডাকসু ও কেয়ার ডিইউর যৌথ উদ্যোগে হলে হলে শেল্টার বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সময়ে তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল।
মন্তব্য করুন

_medium_1767890970.jpg)



_medium_1767884882.jpg)

_medium_1767891423.jpg)
_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)