চাঁপাইনবাবগঞ্জে ৯টি ইটভাটা ধ্বংস করে কার্যক্রম বন্ধ, ৩২ লাখ টাকা অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে ৯টি ইট ভাটা এস্ককেভেটর দিয়ে ভেঙে, পানি ঢেলে চুল্লী নিভিয়ে এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দিয়েছে পরিবশে অধিদপ্তরের মোবাইল কোর্ট। সেই সাথে ভাটাগুলোকে ৩২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা ও পুলিশ প্রশাসন, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নেতৃত্ব দেন, বগুড়ায় অবস্থিত অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) প্রিয়াংকা দাস।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসকের ইট পোড়ানোর অনুমতি না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থ্পান (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা অনুযায়ী ভাটাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মোবাইল কোর্ট।
আরও পড়ুনএর মধ্যে বিআরবি ব্রিকসকে ৫ লাখ, এমএনআর, স্কয়ার, মম, সান ও এসএ ব্রিকসকে ৪ লাখ টাকা করে, মুন ব্রিকসকে ৩ লাখ এবং হিনো ও নবাব ব্রিকসকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান সহকারী পরিচালক সাঈদ।
মন্তব্য করুন

_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)

_medium_1767886786.jpg)
_medium_1767886576.jpg)
