মাগুরা সদর উপজেলার ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তি আকিদুল (৪২) পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
বুধবার (০৭ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ভোররাতে মাগুরা ১৮খাদা ইউনিয়ন মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইসাখাদা এলাকায় আসলে স্থানীয়রা চোর চোর বলে ধাওয়া করে।
এ সময় গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গুরুতর আহত হন আকিদুল। সংঘবদ্ধ পিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এদিকে, পরিবারের দাবি গতকাল (মঙ্গলবার) রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে পিটুনি দেওয়ায় মারা গেছেন আকিদুল।
তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।