তেঁতুলিয়া তীব্র শীতে পাথর শ্রমিকরা কাজ করতে পারছে না
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এখনো শীতার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়নি। সারাদিন ঘন কুয়াশায় গত দুদিন সূর্যের দেখা মেলেনি। সরকারিভাবে যতটুকু বরাদ্দ পাওয়া গেছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঠান্ডার কারণে পাথর শ্রমিকরা কাজকর্ম করতে পারছে না।
শীতের তীব্রতা বাড়ার সাথে পাল্লা দিয়ে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু এবং দৈনিক খেটে খাওয়া মানুষগুলো। এমন অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) তেঁতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ার জনজীবন। ঠান্ডা নিবারনে ছিন্নমূল মানুষের পুরাতন কাপড়ের দোকানে ভিড় দেখা গেছে।
আরও পড়ুনঅনেকে খড়কুটা জ্বালিয়ে আগুন শীত নিবারণ করছে। অতিরিক্ত ঠান্ডার কারণে পাথর শ্রমিকরা কাজ করতে পারছে না। তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. রোকনুজ্জামান গত কয়েকদিনের তুলনায় এ সপ্তাহে আবহাওয়া কমতে শুরু করায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তেঁতুলিয়া আগামী কয়েক দিন শীতের প্রকোপ আরও অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন

-Arrest-695fa46910df4_medium_1767881236.jpg)





