ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ রাত

‘মসজিদ-কবরস্থান’ ধ্বংসে ১৭ বুলডোজার, রণক্ষেত্র দিল্লি

সংগৃহিত,‘মসজিদ-কবরস্থান’ ধ্বংসে ১৭ বুলডোজার, রণক্ষেত্র দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির রামলিলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে দাবি করে স্থানীয় প্রশাসন তা ধ্বংস করেছে। তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, ওই স্থাপনাগুলো কোনোভাবেই অবৈধ নয়। এই পরিস্থিতিতে এলাকায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ভোরে রামলিলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশেপাশে ৩০০ কর্মীর সহায়তায় এবং ১৭টি বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)।

অভিযানের সময় ওই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা শেষে ৫ পুলিশ কর্মকর্তা আহত হন। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেন, ‘উচ্ছেদ চলাকালে কিছু দুষ্কৃতকারী পাথর নিক্ষেপ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে। তবে সংযত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বড় কোনো উত্তেজনা সৃষ্টি হতে দেয়া হয়নি।’ এ দিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মসজিদের ব্যবস্থাপনা কমিটি আদালতে একটি আবেদন দায়ের করেছে। সাইয়্যেদ এলাহির পরিচালনা কমিটি এমসিডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানায়, রামলিলা ময়দানে অবস্থিত মসজিদ ও কবরস্থানের সংলগ্ন জমি থেকে কথিত অবৈধ স্থাপনা সরানোর সিদ্ধান্ত তারা মানতে রাজি নয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মসজিদ-কবরস্থান’ ধ্বংসে ১৭ বুলডোজার, রণক্ষেত্র দিল্লি

চতুর্থ দিনে ১৭৪ আপিল ইসিতে

ঢাবির শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ করার সুপারিশ

এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব

এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর

প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ