ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ বিকাল

রুমিন ফারহানার নির্বাচনী পথসভার মঞ্চ ভাঙচুর

রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নির্বাচনী পথসভার জন্য নির্মিত মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে একটি পথসভা করার কথা ছিল। এ জন্য সকাল থেকেই মাঠে একটি মঞ্চ প্রস্তুত করা হয়। তবে বিকেলে সেখানে গিয়ে তিনি মঞ্চে বক্তব্য দিতে না পেরে নিজ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন।

বিকেল ৫টার দিকে অরুয়াইল বাজার এলাকায় দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, কলেজ মাঠে প্রস্তুত করা মঞ্চটি তার প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। এ কারণে বাধ্য হয়ে গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ জানুয়ারি ভোটের মাধ্যমে এই অন্যায়ের জবাব দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

বক্তব্যে তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দুর্নীতির কোনো জায়গা থাকবে না। নিরীহ মানুষকে হয়রানিমূলক মামলায় জড়ানো, দোকানে দোকানে চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ব্যবসা বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি। বক্তব্য শেষে তিনি অরুয়াইল বাজার এলাকায় গণসংযোগ করেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বক্কর সরকার জানান, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী সভা-সমাবেশ করতে পারেন না। তবে মঞ্চ ভাঙচুরের বিষয়ে প্রশাসনের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি নির্বাচনী বিধি অনুযায়ী তদন্ত করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব নির্বাচনে অংশ নিচ্ছেন। একই আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

বগুড়াসহ ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ হাড়কাঁপানো শীতে স্থবির জনপদ

রিটার্ন ও হলফনামার তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস

বগুড়ায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু