ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৬:০৭ বিকাল

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌর শহরের গরুহাট্টা এলাকার মো. দুলাল মিয়া (২৫), দক্ষিণ দৌলতপুরের মো. সোলাইমান (২৫), কুলপতাক গ্রামের প্রতাব চন্দ্র সরকার (৩৫), ছানা রঞ্জন সরকার (৩৭), মান্দারবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলাম(২৪), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হৃদয় মিয়া (২৮) ও ধনপুর গ্রামের রাকিব মিয়া (২১)।

তাদের মধ্যে দুলাল মিয়াকে এক লিটার দেশীয় মদ ও সোলাইমানকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। হৃদয় মিয়া ও রাকিব মিয়াকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া বাকি তিনজনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা ভোট দিয়েছেন বা দেননি, সবার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল’

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুুরহাটের ধরঞ্জীতে ৯৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দীর্ঘ ১৪ বছর পর বগুড়ার শেরপুরে উপজেলা ও শহর  ছাত্রদলের কমিটি গঠন

পাবনার চাটমোহরে শৈত্যপ্রবাহে বোরো বীজতলার ক্ষতি

বগুড়ার কাহালুতে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ