পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রিতে
মফস্বল ডেস্ক: পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশার দাপটে উত্তরের জেলা পঞ্চগড় জুড়ে চরম শীত অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৃদু শৈত্যপ্রবাহের কারণে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমালয় থেকে নেমে আসা হিমশীতল বাতাস। এর সঙ্গে ঘন কুয়াশা যুক্ত হয়ে পরিবেশকে আরও ঠান্ডা ও অস্বস্তিকর করে তুলেছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। অনেকেই শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে কিংবা ভারী শীতবস্ত্র গায়ে জড়িয়ে চলাচল করছেন। ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দা আব্দুল মালেক সাংবাদিককে বলেন, দুদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। সোমবার সারাদিন সূর্যের দেখা পাইনি। আজও সকাল ১০টা পার হলেও কুয়াশা কাটেনি। কাজ করতে বের হওয়াই কষ্টকর হয়ে গেছে।
রোজিনা বেগম জানান, বাচ্চা আর বয়স্কদের নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। শীত এত বেশি যে সকালবেলা ঘর থেকে বের করা যাচ্ছে না।
আগুন জ্বালিয়েও ঠিকমতো গা গরম রাখা যাচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে বলেন, মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার ওপর দিয়ে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। কয়েকদিনে শীত আরও বাড়তে পারে বলে জানান তিনি।
মন্তব্য করুন








