ভিডিও সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:০৬ দুপুর

নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহিত,নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। সভায় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি আসন্ন নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নির্বাচনের প্রচার-প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণের সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা এই নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত বা বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকার যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অটল রয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি দলকে সজাগ থাকতে হবে যেন তাদের ভেতরে ‘ফ্যাসিস্টের দোসরদের’ কোনো অনুপ্রবেশ না ঘটে। এছাড়া মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সতর্ক করেন যে, এসব অপকর্মে সহযোগিতা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সভার আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ব্রিফিংয়ে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান যে, এই হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই যেন এই খুনের ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে কাজ চলছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের নাম দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচালের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি

আবারও ট্রাম্পের তোপের মুখে ভারত

প্রশাসন বিএনপি’র দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কোনো নির্দিষ্ট দেশ ‘বিশ্বের পুলিশ’ হিসেবে কাজ করবে কখনোই তা মানা হবে না : চীন