শামস সুমনের সুরে তিন গানে ফাহমিদা নবী
অভি মঈনুদ্দীন ঃ প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শামস সুমন সাধারনত গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর আগে অবশ্য নিজের জন্য গানের সুরও করেছিলেন তিনি। তবে এবারই প্রথম তিনি বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করেছেন। গান তিনটির শিরোনাম হলো ‘দুঃখের দলিল’,‘ আসলোনা বৃষ্টি’ ও ‘ইচ্ছে করে’।
তিনটি গানই লিখেছেন গোলাম মোর্শেদ। তিনটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। মূলত গোলাম মোর্শেদই এই তিনটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন। হঠাৎ ফাহমিদা নবীর জন্য একসঙ্গে তিনটি গানের সুর করা প্রসঙ্গে শিল্পী, সুরস্রষ্টা শামস সুমন বলেন,‘ মূলত শ্রদ্ধেয় গোলাম মোর্শেদ ভাইও তিনটি গান প্রকাশের উদ্যোগ গ্রহন করেছেন। মোর্শেদ ভাই ও ফাহমিদা আপা দীর্ঘ পঁচিশ বছর যাবত একসঙ্গে কাজ করেন। মোর্শেদ ভাই নিজেই ফাহমিদা আপাকে আমার একটি সুর করা গান শোনান। আপার তা ভালোলাগে। পরে আরো দুটি গান শোনালে সেগুলোও আপার পছন্দ হয়। যে কারণে তিনটি গানই ফাহমিদা গাইলেন। গত কয়েকমাসে তিনটি গানের কাজ সম্পন্ন হয়। এরইমধ্যে গানগুলোর মিউজিক ভিডিওর কাজও শেষ।’
তিনটি গানই ফাহমিদা নবীর একক গান। ফাহিমদা নবী বলেন,‘ সুমন খুউব ভালো সুর করে। তার সুরের মাঝে নাইনটিজের একটা সিগনেচার আছে যা আমাকে খুব আকৃষ্ট করেছে। সুমন খুউব ভালো মনের মানুষ এবং তার সুরের মাঝে ভীষণ আবেগ আছে যা শিল্পীকে ভীষণ স্বাচ্ছন্দ্যে পরম ভালোলাগা নিয়ে গাইতে উদ্বুদ্ধ করে। আমি সত্যিই সুমনের সুরের মুর্ছনায় এই তিনটি গানেই যেন শব্দে শব্দে সুরে সুরে সুরের সাগরে ডুবে গিয়েছি। গীতিকারও প্রতিটি গানই এক কথায় মনে গেঁথে থাকার মতোই লিখেছেন। তিনটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’
আরও পড়ুনগোলাম মোর্শেদ জানান, ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানগুলো শিগগিরই প্রকাশ পাবে। তিনটি গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আশিক। এদিকে আজ ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিনে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আরো ভালো ভালো গান সবাইকে উপহার দিতে পারেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1767541669.jpg)

_medium_1767540777.jpg)


_medium_1767524876.jpg)


