ভাঙনের মুখে ইয়েমেন : স্বাধীনতার জন্য গণভোটের ঘোষণা এসটিসি’র
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) আগামী দুই বছরের মধ্যে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি শুক্রবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। তারা বলেছে, দক্ষিণ ইয়েমেনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তারা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে চায়।
সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরুর পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে এসটিসি প্রেসিডেন্ট আইদারোস আল-জুবাইদি বলেন, আমরা দুই বছরব্যাপী একটি অন্তর্বর্তীকালীন পর্যায় শুরুর ঘোষণা দিচ্ছি এবং দক্ষিণ ও উত্তর ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ আয়োজনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করছি। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনও সংলাপ না হয় অথবা দক্ষিণ ইয়েমেন আবারও হামলার শিকার হয়, তাহলে এসটিসি তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে।
এই ঘোষণা এমন এক সময় এলো, যখন সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাদরামাউত প্রদেশ পুনর্দখলের জন্য সামরিক অভিযান শুরু করেছে। গত মাসে এসটিসি এই প্রদেশসহ কয়েকটি এলাকা দখলে নেয়, যা উপসাগরীয় মিত্রদের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি করে। এসটিসি প্রধান বলেন, যদি আমাদের আহ্বানে সাড়া না দেওয়া হয় অথবা দক্ষিণের জনগণ, তাদের ভূমি কিংবা তাদের বাহিনীর ওপর কোনও সামরিক হামলা চালানো হয়, তাহলে এই সাংবিধানিক ঘোষণা নির্ধারিত সময়ের আগেই অবিলম্বে কার্যকর হবে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এসটিসি’র এই অবস্থান এখন পর্যন্ত তাদের বিচ্ছিন্নতার লক্ষ্য নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং প্রধান মিত্র সৌদি আরব এই ঘোষণাকে আরও সংকট ঘনীভূত করার পদক্ষেপ হিসেবে দেখছে।
আরও পড়ুনগত ডিসেম্বরের শুরুতে দক্ষিণাঞ্চলীয় বাহিনীর আকস্মিক অগ্রযাত্রা এক দশকেরও বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনে। এতে হুথিবিরোধী জোট দুর্বল হয়ে পড়ে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। ইয়েমেন দীর্ঘদিন ধরে কার্যত বিভক্ত। উত্তরের পার্বত্য অঞ্চল ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে, আর দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা। খবর : রয়টার্স
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








