ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কি না সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যমগুলো। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুনএদিকে, বিভিন্ন রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলার সরকার। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা হয়েছে। কারাকাস ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টায় ওয়াশিংটনের ওপর হামলা চালানোর অভিযোগও করেছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই ধরনের প্রচেষ্টা ‘সফল হবে না’। সূত্র : আল-জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








