এক বছরে রাশিয়ার চার লাখ সেনা হতাহত
আন্তর্জাতিক ডেস্ক : বিগত ২০২৫ সালে ইউক্রেনের মাত্র ০.৮ শতাংশ ভূখণ্ড দখলের বিনিময়ে রাশিয়ার চার লাখের বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ। আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।
এই বিপুল ক্ষয়ক্ষতির পরও শান্তি আলোচনায় না গিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশলেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অটল রয়েছেন-বলছে কিয়েভ। বছরের শেষ দিকে রাশিয়া শান্তি আলোচনা এড়াতে তথ্যভিত্তিক বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে ইউক্রেন। এদিকে নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনের ড্রোন হামলায় রুশ-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। তবে কিয়েভ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী কেবল রুশ সামরিক ও জ্বালানি-সংক্রান্ত লক্ষ্যবস্তুকেই আঘাত করে।
আরও পড়ুনরাশিয়ার নিয়োগ করা খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, কৃষ্ণসাগর উপকূলবর্তী গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের সময় একটি হোটেল ও ক্যাফেতে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানে। সালদোর ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলো দাহ্য মিশ্রণ বহন করছিল। এতে হোটেল ও আশপাশের এলাকায় আগুন ধরে যায়। আগুনে পুড়ে এবং বিস্ফোরণে এক শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন। এই হামলাকে ‘বেসামরিক রুশ নাগরিকদের ওপর ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হামলার ঘটনায় পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাশিয়া দাবি করেছে, বছরের প্রথম দিন মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন টানা ছয় ঘণ্টাব্যাপী ড্রোন হামলা চালিয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








