ভেনেজুয়েলায় দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আল জাজিরার একজন সংবাদদাতা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল। আর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক চোরাচালান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ অভিযানের মাধ্যমে তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনসম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








