রংপুরের শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেফতার
রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজীব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমনকে’ গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মাদক, অস্ত্র ও ডাকাতিসহ অন্তত ৯টি মামলার আসামি সুমনকে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সন্ত্রাসীকে গ্রেফতারের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতার আশঙ্কা অনেকটাই কমেছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মেরিল সুমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিল এমন গোপন তথ্য পুলিশের হাতে আসে। এরপর থেকেই তাকে ধরতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। তিনি আরও জানান, গোপন সংবাদেরভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলার কিসমত দৌলতপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রংপুর মহানগরীর বিভিন্ন থানায় মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র বহন ও ডাকাতিসহ মোট নয়টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেরিল সুমন রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সহযোগীদের শনাক্তে তদন্ত চলছে।
আরও পড়ুনআইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা যাতে সংঘটিত না হয়, সে জন্য কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন





_medium_1767439781.jpg)


