ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৩০ বিকাল

খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

ঢাকার খিলক্ষেত থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতার উদ্দিন ব্যাপারী বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক এবং বেশ কয়েকটি মুঠোফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে (২১) আটক করা হয়েছে।

আরও পড়ুন

 

স্থানীয়রা জানান, মোবাইল চুরি হওয়ায় বাড়িটি তল্লাশি করার সময় একটি পুরোনো গিটারের ভেতর পিস্তল দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন, এসব অস্ত্র ২০২৪ সালের ৫ আগস্ট খিলক্ষেত থানা থেকে লুট হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেলসির মালিকপক্ষের বিরুদ্ধে সমর্থকদের আন্দোলনের ডাক

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত

রাজধানীতে অপারেশন ডেভিল হান্টে ৯৮ জন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ স্কিলস সামিট ২০২৬’ অনুষ্ঠিত

মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল