বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটির কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। এই আসনে বিএনপি’র বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার পর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ সিদ্ধান্ত জানান।
যাচাই-বাছাইয়ের শুরুতে রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও শোক প্রকাশ করেন। এরপর তার মৃত্যুজনিত কারণে মনোনয়নপত্রটির আইনি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এই আসনে বিএনপি’র বিকল্প প্রার্থী হিসেবে মোরশেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তার দাখিল করা হলফনামা ও নথিপত্রে কোনো অসংগতি না থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। এর আগে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে নথিপত্রে ত্রুটি থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আরও পড়ুন
মন্তব্য করুন




_medium_1767439781.jpg)



