ভিডিও শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৬ রাত

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলই

ছবি: সংগৃহীত, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলই

আন্তর্জাতিক ডেস্কইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কতটা কার্যকর হবে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা মহল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছেন, ইরানের সঙ্গে আরেক দফা সংঘাতে ইসরায়েল আগের চেয়ে কম প্রস্তুত অবস্থায় পড়তে পারে।

উদ্বেগের মূল কারণ ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা। গত জুনে হওয়া ১২ দিনের যুদ্ধ ইরানের প্রকৃত ক্ষেপণাস্ত্র হুমকির পূর্ণ চিত্র তুলে ধরতে না পারলেও, ইসরায়েলের বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। এদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আধুনিক করছে, আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ও উৎপাদন বিলম্বের সমস্যায় রয়েছে।

এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবাননে হিজবুল্লাহর দীর্ঘ পাল্লার অস্ত্র মজুতের বিষয়টি উঠে আসে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ২০২৬ সালে ইরানের ওপর আবার হামলার সম্ভাবনাও আলোচনায় ছিল।

আরও পড়ুন

ট্রাম্প এর আগে জুনের হামলাকে অত্যন্ত সফল বলে মন্তব্য করেন এবং ইরান পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করলে নতুন হামলার হুঁশিয়ারি দেন। তবে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের সময়সীমা বা সীমা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে ইরান যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে, পাশাপাশি সম্মানের পরিবেশে আলোচনার আহ্বানও জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলই

২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান

যুব বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পেলেন যারা

হবিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি বসতঘর

দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল রংপুর রাইডার্স

জাতীয় ঐক্যের মাধ্যমে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব : ডা. শফিকুর রহমান