ভিডিও শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

প্রকাশ : ০২ জানুয়ারী, ২০২৬, ০৩:১৬ দুপুর

নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২, গির্জা পুড়ে ছাই

সংগৃহিত,নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২, গির্জা পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষ উদযাপনকে ঘিরে নেদারল্যান্ডসে আতশবাজির দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর এবং ৩৮ বছর বয়সী এক যুবক রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, নেদারল্যান্ডস ঐতিহ্যগতভাবে নববর্ষ উদযাপন করে, এ সময় বিপুল সংখ্যক আতশবাজি পোড়ানো হয় যার ফলে প্রতি বছর শত শত মানুষ আহত হন এবং লাখ লাখ ইউরোর ক্ষতি হয়।  

পুলিশ জানিয়েছে, এই বছর নববর্ষের প্রাক্কালে প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।


বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘এই নববর্ষের শুরুতে কিছু এলাকায় ভারী আতশবাজি এবং অগ্নিসংযোগের প্রভাব ছিল মারাত্মক ধ্বংসাত্মক। জরুরি পরিষেবা এবং পুলিশের বিরুদ্ধে সহিংসতা আবারও তীব্র আকার ধারণ করেছে। ’

এছাড়া একটি পৃথক ঘটনায় আমস্টারডামের কেন্দ্রস্থলে একটি ঐতিহাসিক গির্জা পুড়ে ছাই হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আমস্টারডামে ১৮৭২ সালে নির্মিত হওয়া একটি গির্জা আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন


তবে গির্জায় কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।  
আমস্টারডামে ঐতিহাসিক ভন্ডেলকার্ক গির্জার কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের প্রভাবে গির্জার ৫০ মিটার উঁচু টাওয়ারটি ধসে পড়েছে। ছাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কাঠামোটি অক্ষত থাকবে বলে আশা করা হচ্ছে।

আমস্টারডাম পুলিশ এবং দমকল বিভাগ জানিয়েছে যে তারা ঘটনার তদন্ত করছে এবং ১৮৭২ সালে নির্মিত গির্জায় আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি।

২০২৬ সাল থেকে আতশবাজির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার কথা চলছে দেশটিতে। ডাচ পাইরোটেকনিক্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত বছর আতশবাজির জন্য রেকর্ড ১২৯ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে দেশটিতে।  

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসে আতশবাজি দুর্ঘটনায় নিহত ২, গির্জা পুড়ে ছাই

বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশ এগিয়ে নিতে হবে: আমীর খসরু

কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল

‘ছড়ার জাদুকর’ সুকুমার বড়ুয়া মারা গেছেন

মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী নাদিয়া