যুক্তরাজ্যে ৫ বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের হেরেফোর্ডশায়ারে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে মুখোমুখি দুটি রেস্তোরাঁ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
হেরেফোর্ডের সেন্ট ওউন স্ট্রিটের ‘জলসাগর’ এবং ‘টেস্ট অব রাজ’ নামের রেস্তোরাঁয় ১১ ডিসেম্বর এই অভিযান পরিচালনা করা হয়। দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কর্মকর্তারা অভিযানের নেতৃত্বে ছিল।
জলসাগর রেস্তোরাঁ থেকে একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়। অভিবাসন সম্পর্কিত অপরাধে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর ঠিক পাশে থাকা টেস্ট অব রাজ নামের রেস্তোরাঁ থেকে আরও চার বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু তারপরও তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। অন্য দুই বাংলাদেশিকে জামিনের শর্ত ভঙ্গে অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে, কোন মামলায়, কী শর্তে তারা জামিনে মুক্ত ছিলেন, তা নিয়ে কোনও তথ্য জানা যায়নি। ওই দুটি রেস্তোরাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নথি সিভিল পেনাল্টি কমপ্লায়েন্স টিমের কাছে পাঠিয়েছে হোম অফিস।
আরও পড়ুনএর আগেও অনিয়মিত অভিবাসীদের কাজে নিয়োগ দেওয়ার কারণে এই দুটি রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ব্রিটেনের সরকার। ওই দুটি রেস্তোরাঁর কর্তৃপক্ষের মন্তব্য জানতে যোগাযোগ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে তাদের কোনও সাড়া পাওয়া যায়নি।
হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, ‘‘অনিয়মিত অভিবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সৎ নিয়োগদাতারা। কারণ, এর ফলে স্থানীয় মজুরি কমে যায়। এর মধ্য দিয়ে সংগঠিত অভিবাসন অপরাধকেও উসকে দেওয়া হয়। এই সরকার তা সহ্য করবে না।’’
তিনি আরও বলেন, লেবার পার্টির সরকার ‘‘ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে পদক্ষেপ বেড়েছে। অবৈধভাবে কাজ করার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা আগের তুলনায় ৬৩ শতাংশ বেড়েছে।’’
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







