পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান
নিজেদের মধ্যে সই হওয়া এক চুক্তির আওতায় পারমাণবিক স্থাপনা ও সুযোগ-সুবিধার তালিকা বিনিময় করেছে ভারত ও পাকিস্তান।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ভারতের মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সময়ে এই তালিকা বিনিময় করা হয়।
আরও পড়ুনভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান একটি দ্বিপক্ষীয় চুক্তির অধীনে এই তালিকা বিনিময় করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী, প্রতিবেশী দেশ দু’টি একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারবে না।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







