ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ০১ জানুয়ারী, ২০২৬, ১০:৩৫ রাত

এনসিপির সদস্য সচিব আখতারের নগদ ১৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

এনসিপির সদস্য সচিব আখতারের নগদ ১৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি, ছবি: সংগৃহীত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেনের হলফনামার তথ্যে উঠে এসেছে- তার হাতে নগদ রয়েছে ১৩ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্ন্নাতকোত্তর (মাস্টার্স এল.এল.এম) ডিগ্রির কথা উল্লেখ করেছেন। পেশা হিসেবে আখতার হোসেন ‘শিক্ষানবিশ আইনজীবী’ এবং স্ত্রীকে ‘গৃহিণী’ উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, আখতার হোসেনের হাতে রয়েছে ১৩ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমার পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা ৪৫ পয়সা। তার নামে ১৮ শতক জমি রয়েছে। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ২৩ হাজার টাকা। এছাড়া উত্তারাধিকার সূত্র হিসেবে ১শ’ শতক জমি পেয়েছেন। ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে ১ লাখ ৮০ হাজার ও চাকরি থেকে তার আয় দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার এবং কৃষিখাত থেকে আয় দেখানো হয়েছে ৮৫ হাজার টাকা।

আরও পড়ুন

হলফনামায় আরও উল্লেখ করা হয়, আখতার হোসেনের নামে দুই মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা ও গয়নার মূল্য দেখানো হয়েছে ৭ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, তার কোনো আগ্নেয়াস্ত্র ও তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। এছাড়া হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর ৪ লাখ টাকা এবং ১০ লাখ টাকার গয়না রয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে আখতার হোসেনের মোট আয় দেখিয়েছেন ৫ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৭শ’ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ১০ হাজার ৫শ’ টাকা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সদস্য সচিব আখতারের নগদ ১৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ৬ মাসে পল্লী বিদ্যুতের ২৯টি ট্রান্সফরমার চুরি

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে বড় দরপতন

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল