ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল

রশিদের ৮ বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার

রশিদের ৮ বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার

বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভাঙলেন রশিদ খানের গড়া ৮ বছর আগের রেকর্ড।
 
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সোমবার (২৯ ডিসেম্বর) ২৪ রানে ২ উইকেট শিকার করার মধ্য দিয়ে ২০২৫ সালে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান ৯৭-এ।
 
 
২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ২১.৪২ গড়ে এবং ৮.৩০ ইকোনমি রেটে তিনি শিকার করেছেন ৯৭ উইকেট। এর মধ্যে ছয়টি ম্যাচে নিয়েছেন চার উইকেট করে। ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে তার সেরা বোলিং ফিগার ৪ উইকেট ১৪ রানে।
 
এর আগে ২০১৮ সালে রশিদ খান এক পঞ্জিকাবর্ষে ৯৬ উইকেট নিয়ে দীর্ঘদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন। টি-টোয়েন্টির ইতিহাসে এক বছরে ৯০-এর বেশি উইকেট নিতে পেরেছেন কেবল এই দুই বোলারই।
 
 
পেসারদের মধ্যে এক বছরে ৮০-এর বেশি উইকেট নেয়ার কীর্তি আছে মাত্র দুজনের জেসন হোল্ডার ও তার স্বদেশি ডোয়াইন ব্রাভো। ব্রাভো ২০১৬ সালে ৭১ ইনিংসে নিয়েছিলেন ৮৭ উইকেট।
 
 
বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হোল্ডার। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৮৪৬ রান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রশিদের ৮ বছরের রেকর্ড ভাঙলেন হোল্ডার

‘শুধু তার সুন্দর হাসিটির জন্য জীবনের প্রথম ভোট বিএনপিকে দিয়েছিলাম’

কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া কার্তুজসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

২০২৫ সালে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আসক

আপসহীনতার কাব্য: বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম