ভিডিও বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৩ দুপুর

টিকিটের চাহিদায় অতীতের সব রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

টিকিটের চাহিদায় অতীতের সব রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই মেগা আসরের টিকিট পেতে আবেদন জমা দেয়ার প্রথম ১৫ দিনেই জমা পড়েছে ১৫ কোটিরও বেশি আবেদন।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যমতে, রেন্ডম সিলেকশন ড্র পদ্ধতির এই প্রথম ধাপে টিকিটের চাহিদাকে প্রাথমিক জোগানের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি বলে ধারণা করা হচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই বিপুল সাড়াকে ফুটবলের বৈশ্বিক জনপ্রিয়তার এক অনন্য প্রমাণ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রথম দুই সপ্তাহেই ১৫ কোটির বেশি আবেদন প্রমাণ করে যে বিশ্বজুড়ে ফুটবল কতটা গভীরভাবে মানুষের হৃদয়ে গেঁথে আছে। ইনফান্তিনোর মতে, ২০০টিরও বেশি দেশের ফুটবল ভক্তদের এই আগ্রহ ২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় এবং অন্তর্ভুক্তিমূলক আয়োজনে পরিণত করবে। উত্তর আমেরিকায় এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বকে একত্রিত করে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, এবারের বিশ্বকাপের টিকিটের চাহিদা ১৯৩০ সাল থেকে শুরু হওয়া অতীতের সব আসরের মোট দর্শকসংখ্যাকেও ছাড়িয়ে যাওয়ার পথে। আসন্ন আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং তিন দেশের ১৬টি শহরে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর শুরু হওয়া এই রেন্ডম সিলেকশন ড্র পদ্ধতি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

আবেদনকারীদের আশ্বস্ত করে ফিফা জানিয়েছে, আবেদনের সময়ের ওপর ভিত্তি করে নয় বরং সব বৈধ আবেদনকে সমান গুরুত্ব দিয়ে ড্র করা হবে। যারা এই প্রাথমিক ধাপে টিকিট পাবেন না, তাদের জন্য পরবর্তী ধাপগুলোতেও সুযোগ রাখা হবে। ২০২৬ সালের ১১ জুন উদ্বোধনী ম্যাচের আগে ধাপে ধাপে আরও কয়েক দফায় টিকিট বাজারে ছাড়া হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিটের চাহিদায় অতীতের সব রেকর্ড ভাঙল ২০২৬ বিশ্বকাপ

বেলারুশে পারমাণবিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

পিঠ দিয়ে গোল করে আলোচনায় রোনালদো

মায়ের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান

রংপুরের তারাগঞ্জে অটোরাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ষোলোয় উঠে তাঞ্জানিয়ার ইতিহাস