বেলারুশে পারমাণবিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশে স্থাপন করা এই ক্ষেপণাস্ত্র এখন থেকে ‘কমব্যাট ডিউটি’তে রয়েছে। ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক আলোচনা চললেও নতুন এই পদক্ষেপকে বিশ্লেষকরা ওই অঞ্চলের উত্তেজনা আরও বাড়ানোর মতো ইঙ্গিত হিসেবে দেখছেন।
সংবাদমাধ্যম পলিটিকো বলছে, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দেয়া হলেও কতটি ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয়েছে কিংবা সেগুলো ঠিক কোথায় রাখা হয়েছে-এ বিষয়ে কোনও বিস্তারিত জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মধ্যম-পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘণ্টায় প্রায় ১২ হাজার ৩০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। আর এই কারণেই এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বেশ কঠিন।
মূলত বেলারুশে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে হামলার উদ্দেশ্যে ৯১টি ড্রোন পাঠিয়েছিল বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন। কিয়েভ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুনতখন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার সেনা অবস্থান নিয়ে উদ্বেগের কারণে তিনি পুতিনের কাছে এ ক্ষেপণাস্ত্র তার দেশে পাঠানোর অনুরোধ করেছিলেন। পরে ১৮ ডিসেম্বর ক্ষেপণাস্ত্রগুলো পৌঁছানোর বিষয়টি তিনি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, ওরোশনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩ হাজার ৪০০ মাইল (৫ হাজার ৫০০ কিমি) এবং এর গতি শব্দের চেয়ে ১০ গুণ বেশি। রাশিয়ার দাবি, এটি প্রতিহত করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনকে ন্যাটোর দূরপাল্লার অস্ত্র সরবরাহ থেকে বিরত রাখতে এবং পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে পশ্চিমাদের চাপে রাখতেই পুতিন এই কৌশল গ্রহণ করেছেন।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








