ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৩ দুপুর

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক শোকবার্তায় তিনি বাংলাদেশের এই অন্যতম শীর্ষ জননেত্রীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। 

মমতা ব্যানার্জি তার বার্তায় বেগম জিয়অর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং তার অসংখ্য রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’ এর মাধ্যমে তিনি খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও জননেত্রী হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেছেন। 

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃত্বের পক্ষ থেকে শোকবার্তা আসার ধারা অব্যাহত রয়েছে। মমতা ব্যানার্জির শোকবার্তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদি তার বার্তায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতা ব্যানার্জির

খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত সাকিব আল হাসান

 বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ’র শোক 

খালেদা জিয়ার জানাজা-দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে : প্রেসসচিব

টানা ৪১ বছর বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়