ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৬ রাত

বগুড়ায় রোলারের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় রোলারের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় রোড রোলারের নিচে চাপা পড়ে আক্তার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের জব্বার ক্লাব মোড়ের কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন বগুড়া শহরের জলেশ্বরীতলার হাফিজুর রহমান সড়ক এলাকার মরহুম ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা করতোয়া’কে জানান, ওই সময় বৃদ্ধ আক্তার হোসেন বাজার থেকে সবজি কিনে ব্যাগে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন পিছন থেকে এসে বগুড়া পৌরসভার ব্যবহৃত কমপক্ষে ১০ টন ওজনের একটি রোড রোলার নিয়ন্ত্রণ হারিয়ে আক্তার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর রোড রোলারের চালক রোলার ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাস্থলে যাওয়া বনানী পুলিশ ফাঁড়ির এসআই মো: কলিম উদ্দিন সরদার দৈনিক করতোয়া’কে বলেন, বৃদ্ধ আক্তার হোসেন বাজার করে ব্যাগ হাতে রাস্তায় হেঁটে বাড়ি ফিরছিলেন।

আরও পড়ুন

এ সময় রোলারটি পিছন থেকে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সড়কে সংস্কার কাজ শেষে চালক রোলার নিয়ে পৌরসভায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পর চালক পালিয়েছে। রোলারটি আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা

নির্বাচনি আচরণ বিধিতে শীতে কাহিল অস্বচ্ছল ভোটাররা 

বগুড়া শহরের রহমাননগরে রোলারের পিষ্টে বৃদ্ধ নিহত

বেগম জিয়ার প্রয়াণে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়, তুলছেন ছবি

‘খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে সকালের খাবার খেতে পারিনি’

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ