বগুড়ার আদমদীঘিতে খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে ত্রিশ বিঘা জমির খড়ের পালায় আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘির ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
জানা যায়, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের প্রবাসি আনোয়ার হোসেনের প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় বাড়ির পাশে কয়েকটি স্তুপ বা পালা দিয়ে রাখেন। গতকাল সোমবার দিবাগত রাতে কেবা কারা ওই সব খড়ের পালায় অগ্নিসংযোগ করে।
আরও পড়ুনঅগ্নিকান্ডের ঘটনা জানার পর আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করলেও প্রায় সব খড় পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।
মন্তব্য করুন







