ভিডিও মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪১ রাত

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা সম্পন্ন হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার লাশ বুধবার সকালে নির্ধারিত রুটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভারকেয়ার হাসপাতাল থেকে লাশবহনকারী কনভয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে। এরপর নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা, গুলশান-২, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে কনভয়টি।

আরও পড়ুন

ডিএমপি জানায়, লাশবহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এ সময় জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবনে খালেদা জিয়ার লাশ নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা

নির্বাচনি আচরণ বিধিতে শীতে কাহিল অস্বচ্ছল ভোটাররা 

বগুড়া শহরের রহমাননগরে রোলারের পিষ্টে বৃদ্ধ নিহত

বেগম জিয়ার প্রয়াণে এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের ভিড়, তুলছেন ছবি

‘খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে সকালের খাবার খেতে পারিনি’

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ