বগুড়া-১ আসনে বিএনপির ২ প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন
সারিয়াকান্দি/সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ (সারিয়াকান্দি - সোনাতলা) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত ২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এবং বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির। তাদের মধ্যে আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে গত ২৪ ডিসেম্বর তিনি চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত হন।
এদিকে আহসানুল তৈয়ব জাকিরকেও এ আসনে গত ২৮ ডিসেম্বর রাতে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌসের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এদিকে এদিন বিকালে একই কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বায়তুল মাল বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। এ আসনে আরও মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি, সোনাতলা উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি এবিএম মোস্তফা কামাল পাশা, বগুড়া জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলি, বাংলাদেশ কংগ্রেস বগুড়া জেলা শাখার সভাপতি মো. আসাদুল হক।
আরও পড়ুনএ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কাজলা ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফুল বাবু মনোনয়ন ফরম জমা প্রদান করেননি।
মন্তব্য করুন



_medium_1767019095.jpg)



