ভিডিও সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৩ রাত

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নতুন বছরের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ পাঠ্যবই এবং মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক পাঠ্যবই পৌঁছেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই না পৌঁছানোয় মাধ্যমিক পর্যায়ে বই সংকট দেখা দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির নতুন বছরের পাঠ্যবই ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে প্রাথমিক পর্যায়ে বই বিতরণ নিয়ে কোনো সংকট নেই। নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, ইতিমধ্যেই আমরা উপজেলা শিক্ষা অফিস থেকে নতুন বছরের পাঠ্যবই গ্রহণ করেছি।

এতে করে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে। বই উৎসবের মাধ্যমে শিশুদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারোওয়ার জাহান বলেন, প্রাথমিক পর্যায়ে আমাদের কোনো বই সংকট নেই। চাহিদার শতভাগ বই পেয়েছি। উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির সব বই পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আশা করছি, বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এবং নবম শ্রেণির পাঠ্যবই উপজেলায় এসে পৌঁছেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবই এখনও উপজেলায় আসেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যে বইগুলো আমরা পেয়েছি, সেগুলো ইতোমধ্যে বিদ্যালয় পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। বাকি বইগুলো চলতি মাসের মধ্যেই পাওয়ার আশা করছি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, মাধ্যমিকে বই সংকট

নির্বাচনে না গিয়ে এনসিপির যে পদ পেলেন আসিফ মাহমুদ

জামায়াত প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

বগুড়ায় খোকন হত্যা মামলার সাত আসামি কারাগারে

এনসিপিতে যোগদানের কথা নিজে মুখে জানালেন আসিফ মাহমুদ

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়