মনোনয়নপত্র জমার সময়সীমা আর বাড়ছে না: ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা আর বাড়ছে না।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা কমিশনের নেই।
এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ জানিয়েছিলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘মনোনয়নপত্র জমা দেয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই।’
বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো আবেদন এসেছে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার কাছে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই।
ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
আজ মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ায় এখন সবার নজর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া যাচাই-বাছাই প্রক্রিয়ার দিকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







