দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা বিএনপি’র সভাপতি এড. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কচি এই মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম মনোনয়নপত্রটি গ্রহণ করেন।
এসময় এড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের নিকট দাবি করছি। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই আসনের এমপি নির্বাচিত হলে আধুনিক দিনাজপুর জেলা ও শহর উন্নয়ন করা হবে।
আরও পড়ুনএর আগে বাদ আছর শহরে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


_medium_1766934451.jpg)





