চেলসিকে হারিয়ে শত বছরের রেকর্ড স্পর্শ ভিলার
স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার রাতে প্রিমিয়ার লিগের এক রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। স্বাগতিক চেলসিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল উনাই এমেরির অ্যাস্টন ভিলা। এই জয়ে ১১১ বছরের পুরনো নিজেদেরই এক ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করল দলটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ভিলার টানা ১১তম জয়। যার মধ্যে প্রিমিয়ার লিগেই এসেছে টানা আটটি। এর আগে ১৮৯৭ সালে প্রথমবার এবং ১৯১৪ সালে সর্বশেষ টানা ১১ ম্যাচ জিতেছিল তারা। ২০২৫ সালে এসে সেই কীর্তি আবারও গড়ে দেখাল এমরির শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল ব্লুজদেরই। ৩৭তম মিনিটে রিস জেমসের কর্নার থেকে দারুণ এক হেডে চেলসিকে এগিয়ে দেন জোয়াও পেদ্রো। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেন বদলি হিসেবে নামা ওলি ওয়াটকিংস। বুন্দিয়ার পরিবর্তে মাঠে নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ৬৩ মিনিটে সমতা ফেরানোর পর ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন এই ইংলিশ স্ট্রাইকার।
আরও পড়ুনএই জয়ে লিগ শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে রইল অ্যাস্টন ভিলা। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান তাদের। অন্যদিকে, সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে নেমে গেছে চেলসি।
মন্তব্য করুন








