ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ বিকাল

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্কঃ ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। ঘটনাটি ঘটে রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচের শুরু কয়েক মিনিটের মধ্যেই। তৎক্ষণাত মাঠে প্রাথমিক সিপিআর দেওয়া হলেও তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেটের আল হারামাইন হাসপাতালে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকির অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি, জাকির পরিবারের সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর তিনি কোচিংয়ে যুক্ত হন। বোর্ডের অধীনে এবং ঘরোয়া ক্রিকেটে তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের অনেক পেসারের সঙ্গে, বিশেষ করে মাশরাফি ও তাসকিন আহমেদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন ঠিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাকি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকির পরিবারের খরচের দায়িত্ব নিল ঢাকা ক্যাপিটালস

খাঁটি ঘি চেনার সহজ উপায়

স্টেজ শো ও টিভি শো’তে মেতে উঠেছেন রাশেদ

জোভান-কেয়া পায়েলের ‘কোটিপতি’

বরগুনায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুইজন গ্রেফতার

মাশাআল্লাহ অর্থ কী?