ভিডিও রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই পোশাক কর্মীর

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই পোশাক কর্মীর, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুই পোশাককর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গি এলাকায় থাকতেন এবং ‘তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত অপরজন অন্তরা একই প্রতিষ্ঠানের কর্মী, তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। 

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে তারা রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় পেছন থেকে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে নাজমুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অন্তরাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পুলিশ জানায়, অন্তরার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নাজমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।  

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই পোশাক কর্মীর

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া : মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

ওসমান হাদি হত্যা : হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক

তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন 

এনসিপি নেত্রী সামান্তার জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য 

দীর্ঘ ১৬ বছর পর শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা