তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। দেশটির আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে উত্তর–পূর্বাঞ্চলের উপকূলীয় শহর ইয়িলানের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ইয়িলান শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে, সমুদ্রের ভেতরে।
ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপেসহ আশপাশের এলাকায় ভবনগুলো স্পষ্টভাবে কেঁপে ওঠে। অনেক মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭৩ কিলোমিটার। ভূমিকম্প তুলনামূলকভাবে গভীরে হওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কম্পনের তীব্রতা বেশি হওয়ায় অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনদেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় যোগাযোগ করে ভবন, সড়ক ও অন্যান্য অবকাঠামোর অবস্থা যাচাই করা হচ্ছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে কর্তৃপক্ষের বিস্তারিত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক






_medium_1766833697.jpg)
