ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:২০ রাত

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তিন সপ্তাহ পার হলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটির নেতাকর্মীরা। হত্যার বিচার নিশ্চিত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নিউমার্কেট মোড়ে শুরু হওয়া এই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে দেওয়া বক্তব্যে বক্তারা সরকারের ভূমিকা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন।

বক্তারা বলেন, একটি স্পর্শকাতর হত্যাকাণ্ডের এতদিন পরও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়া অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার স্পষ্ট প্রমাণ। তারা অভিযোগ করেন, প্রশাসনের এই নীরবতা বিচারপ্রক্রিয়া নিয়ে জনমনে গভীর প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যে সরকার একটি হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ, তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়।

আরও পড়ুন

অবস্থান কর্মসূচি থেকে অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন নেতারা।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার প্রশ্নে শহীদ হাদি ছিলেন আপসহীন এক প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে পথ দেখাবে। তারা স্পষ্ট করে জানান, হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন তুললেন মোরশেদ মিল্টন

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল চট্টগ্রাম

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর

কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না: মিষ্টি জান্নাত

অনুষ্ঠানে প্রবেশ করতে না পারা দর্শকদের হামলায় পণ্ড জেমসের কনসার্ট

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় স্ত্রীর কাছ টাকা নিতে এসে ভুয়া সেনা সদস্য আটক