ভিডিও শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত হযরত শাহ সত্যপীরের মাজারে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। মূল মাজার ও দানবাক্স অক্ষত থাকলেও গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবরও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজের সময় এসে এ দৃশ্য দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো চক্র এই পরিকল্পিত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।

শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ফজরের নামাজ আদায় করতে এসে দেখি মাজারের গ্রিল ভাঙা এবং কয়েকটি কবর ক্ষতিগ্রস্ত। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এসময় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

আরও পড়ুন

খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ এবং বিজিবি সদস্যরা। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর ইন্ধন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো জড়িতদের শনাক্তে কাজ করছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর

কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না: মিষ্টি জান্নাত

অনুষ্ঠানে প্রবেশ করতে না পারা দর্শকদের হামলায় পণ্ড জেমসের কনসার্ট

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় স্ত্রীর কাছ টাকা নিতে এসে ভুয়া সেনা সদস্য আটক

টমেটো কাদের জন্য ক্ষতিকর?

বগুড়ায় সাতটি আসনের বিপরীতে ৩৭ জনের মনোনয়নপত্র উত্তোলন