চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর) আসনে এনসিপি প্রার্থী রুবেলের মনোনয়ন পত্র সংগ্রহ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির অন্যতম যুগ্ম সদস্য সচিব মাসুম আলী, জেলা যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান সিমুলসহ নেতাকর্মীরা।
মন্তব্য করুন








